কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাই উপজেলার আলোচিত মাদক ব্যবসায়ী ফুলবানু বেগমকে (৫০) আবারও গ্রেপ্তার করেছে কাপ্তাই পুলিশ। এসময় তার কাছ থেকে ২ শত গ্রাম গাঁজা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যায় নতুনবাজার সংলগ্ন ঢাকাইয়া কলোনিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফুলবানু কাপ্তাইয়ের সদর ইউনিয়নের নতুনবাজার ঢাকাইয়া কলোনির বাসিন্দা।
পুলিশ জানায়, এর আগেও মাদক নিয়ে একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয় মাদক ব্যবসায়ী ফুলবানু। তবে জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসায় লিপ্ত হয় ওই মহিলা। এলাকায় চিহ্নিত মাদকব্যবসায়ী হিসেবে তার পরিচিতি রয়েছে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম সিএসপি নিউজকে জানান, গ্রেপ্তার ওই মাদক ব্যবসায়ী ফুলবানুর বিরুদ্ধে মামলা করার পর শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিএসপি/বিআরসি