কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাই পুলিশের অভিযান চালিয়ে মদ ও গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭ শত ৫০ মিলি লিটার দেশীয় ভদকা মদ এবং ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- শেখ সৈকত হোসেন শাওন (১৯) ও মো. মাকসুদুর রহমান তন্ময়(২৪)।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত বর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, বৃহস্পতিবার (২৩ মে) রাতে উপজেলার ৪নং কাপ্তাই ইনিয়নের ৫নং ওয়ার্ডের মেসার্স কাপ্তাই ফিলিং স্টেশনের সামনে থেকে তাদেরকে আটক করেন। অবৈধ মাদক নিজ হেফাজতে রাখার অপরাধে তাদের বিরুদ্ধে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে ওসি আবুল কালাম জানান।
এদিকে বুধবার সন্ধ্যায় পৃথক আরও একটি অভিযানে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ আগুনিয়াছড়া মুখ ঘাঘড়া-বড়ইছড়ি সড়কের পাকা রাস্তার মোড় থেকে ১৬ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ মো. আক্তার কামাল (৪৪) নামে একজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, আটককৃত আসামিদের বৃহস্পতিবার রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
সিএসপি/বিআরসি