সিএসপি ডেস্ক:
যুবলীগ কর্মীকে অপহরণ করে মারধরের ঘটনায় কারাগারে গেলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নুর মোস্তফা টিনু।
জানা যায়, যুবলীগ কর্মীকে অপহরণ ও নিজ ওয়ার্ড কার্যালয়ে আটকে রেখে মারধর করেন কাউন্সিলর টিনু। এ ঘটনায় গত ৩ মার্চ পাঁচলাইশ থানায় মামলার প্রেক্ষিতে আদালতে হাজির হলে আদালত কাউন্সিলর টিনুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে এ আদেশ দেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ মার্চ) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন কাউন্সিলর নুর মোস্তফা টিনু৷ এসময় তার আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কাউন্সিলর নুর মোস্তফা টিনুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সিএসপি/বিআরসি