Logo
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন

সুখছড়ী গৌরসুন্দর উচ্চ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া উপজেলার কলাউজান সুখছড়ী গৌরসুন্দর উচ্চ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান এবং ২০২৪সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান, ব্যবসা ও মানবিক বিভাগের মেধা তালিকায় উর্ত্তীণ শিক্ষার্থীদের মাঝে বুয়েট প্রাক্তন প্রফেসর ডঃ দীপক কান্তি দাশ’র পৃষ্ঠপোষকতায় পুলিন বিহারী চৌধুরী মেমোরিয়াল স্কলার শীপ মেধাবৃত্তি,সনদ, কৃতিত্ব স্বারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৮এপ্রিল মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

বিদ্যালয় এডহক কমিটির সভাপতি, সমাজসেবক ও সাংবাদিক আবদুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক।

অনুষ্ঠানে কলাউজান ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর ডাঃ সিদ্দিক আহমদ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ ইকবাল, মোঃ নাজিম উদ্দিন, ইঞ্জিনিয়ার নুরুল আমীন চৌধুরী,পুলিন বিহারী চৌধুরী মেমোরিয়াল স্কলারশীপের আহবায়ক, আমিরাবাদ ইউনিয়নের সাবেক সদস্য মৃনাল কান্তি দাশ মিলন মেম্বারসহ বিদ্যালয়ের সকল অভিভাবক সদস্যরা,শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, স্বাধীন বাংলাদেশে ৫৪বছর হলেও স্বাধীনতা পুর্ণতা এখনো পায়নি। ২৪ এর আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থনের মাধ্যমে দেশ দ্বিতীয়বারের মত স্বাধীনতা লাভ করেছে।

তিনি আরও বলেন, ৩৪বছর বয়সে আমি এমপি হয়েছিলাম। দুবারে এমপি ছিলাম।কম বয়সে প্রথমবারের মত এমপি হয়েছিলাম। আমার রাজনৈতিক বয়স অনেক দিনের।বিগত দিনে যারাই রাজনীতি করেছে তারাই সম্পদ লুট করেছে, দুর্নীতি করেছে, অনীয়ম করেছে।

হাজার বছরের ইতিহাসের এদেশ আমাদের বাংলাদেশ, আমরা দেশকে ভালবাসি। শিক্ষার্থীদের উদ্দেশে করে বলেন, ছাত্র-ছাত্রীদের অনুরোধ আচার ব্যবহার সবসময় ভাল করতে হবে।লেখাপড়ায় আরও পারদর্শী হতে হবে। নিজেদের কে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। দক্ষিণ চট্টগ্রামের শীগ্রই নার্সিং ইনস্টিটিউট হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ