রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কলাউজান সুখছড়ি গৌরসুন্দর উচ্চ বিদ্যাপিঠের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন কলাউজানের কৃতি সন্তান,কক্সবাজারের ব্যবসায়ী ও দেশটিভি কক্সবাজার জেলা প্রতিনিধি আবদুর রহমান।
গত ৪মার্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড.বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে আবদুর রহমানকে বিদ্যালয়ের সভাপতি করে ৪জন বিশিষ্ঠ এ কমিটি অনুমোদন দেন।
কমিটির অন্যরা হল সদস্য বদিউল আলম,ইকবাল হোসেন ও সদস্য সচিব(প্রদাধিকারবলে) রেজাউল হক।
কলাউজান সুখছড়ী গৌরসুন্দর উচ্চ বিদ্যাপীঠের এডহক কমিটির সভাপতি আবদুর রহমান তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রতিবেদককে জানান,বিদ্যালয়টি উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।এ জন্য ম্যানেজিং কমিটি,ছাত্র- শিক্ষক, অভিভাবক ও এলাকার জনগনের সার্বিক সহযোগিতার প্রয়োজন। বিদ্যালয়ের স্বার্থে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান তিনি।