রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
মফস্বল এলাকায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠিত হয়েছে ওয়ালেদাইন দাতব্য চিকিৎসালয় উদ্বোধন। এ চিকিৎসালয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা কার্যক্রম প্রদান করা হবে বলে জানা গেছে।১৫ ডিসেম্বর সকালে উপজেলার কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজানে ওয়ালেদাইন দাতব্য চিকিৎসালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।কলাউজানের পীর এবং উত্তর কলাউজানে ওয়ালেদাইন দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব গোলাম রসুল কমরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা সমাজকর্মী মোঃ আরমান বাবু রোমেল, এডভোকেট লুৎফর কবির, দেলোয়া হোসেন, সাবেক মেম্বার নাছির উদ্দিন।