রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলা কলাউজান ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ই মার্চ বিকেলে উপজেলার কলাউজান ডাঃ এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি,দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য আছহাব উদ্দিন চৌধুরী।
কলাউজান ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা মোঃ সেলিম উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ জামাল হোসেন।
দোআ মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান।
সভায় কলাউজান ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ রফিকসহ কলাউজান ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল ও আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি,দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য আছহাব উদ্দিন চৌধুরী বলেছেন, দেশের সংকটময় মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় মানুষের পাশে থেকেছে। রমজান মাসের পবিত্রতা রক্ষায় আমরা সকলে এক হয়ে কাজ করে আসছি। রমজানে ত্যাগের মহিমায় মহিমান্বিত সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই।’ তিনি বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে দল ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথাও বলেন। তিনি আরও বলেন, ‘৫ আগস্টে স্বৈরাচারের পতন হলেও তাদের দোসররা ঘাপটি মেরে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে শহীদ জিয়ার আদর্শ ও তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।সবাইকে সোচ্ছার হওয়ার আহবান জানান।