Logo
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাটিতে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের আনোয়ারায় পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ১ পটিয়ায় ৫শ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শণ করলেন স্বাস্থ্য উপদেষ্টা চন্দনাইশে নোংরা পরিবেশে খাবার তৈরি: বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা মিরসরাইয়ের ওয়াহেদপুরে প্রবাসীর ঘরে মিললো ৬৯ গোখরার বাচ্চা হাটহাজারীতে ভোররাতে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, গুলিবিদ্ধ সৈনিক ফটিকছড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীতাকুণ্ডে বাসে ধাক্কা দিয়ে পিকআপ উল্টে শিশুর মৃত্যু, আহত ৭ ফটিকছড়িতে হত্যা মামলার ৩৪ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার মিসাইল ধ্বংসের পরীক্ষা চালালো ভারত

কলাউজানে ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলা কলাউজান ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৩ই মার্চ বিকেলে উপজেলার কলাউজান ডাঃ এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি,দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য আছহাব উদ্দিন চৌধুরী।

কলাউজান ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা মোঃ সেলিম উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ জামাল হোসেন।

দোআ মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান।

সভায় কলাউজান ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ রফিকসহ কলাউজান ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিল ও আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি,দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য আছহাব উদ্দিন চৌধুরী বলেছেন, দেশের সংকটময় মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় মানুষের পাশে থেকেছে। রমজান মাসের পবিত্রতা রক্ষায় আমরা সকলে এক হয়ে কাজ করে আসছি। রমজানে ত্যাগের মহিমায় মহিমান্বিত সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই।’ তিনি বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে দল ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথাও বলেন। তিনি আরও বলেন, ‘৫ আগস্টে স্বৈরাচারের পতন হলেও তাদের দোসররা ঘাপটি মেরে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে শহীদ জিয়ার আদর্শ ও তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।সবাইকে সোচ্ছার হওয়ার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ