কর্ণফুলী প্রতিনিধি:
নগরের কর্ণফুলীতে ডিস লাইনে কাজ করতে গিয়ে ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পর্শ হওয়া সেই মাহাফুজ (৩৫) তিনদিন পর মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার (১৬ মে) সকালের দিকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে তিনি চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত মাহাফুজ উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের (১ নম্বর ওয়ার্ড) শাইর মোহাম্মদ বেপারী বাড়ির মৃত লেয়াকত আলীর ছেলে।
জানা যায়, সোমবার (১৩ মে) বিকেল ৫ টার দিকে উপজেলার শিকলবাহার সিডিএর টেক এলাকার ডিস লাইনের তারে কাজ করছিলেন মাহাফুজ। তখন স্ট্যান্ড সিঁড়িতে দাঁড়িয়ে কাজ করতে গিয়ে অসাবধানতা বশতঃ ক্যাবল তার ছুঁড়তে গিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে কিছু বুঝার উঠার আগেই বিদ্যুৎস্পর্শ হয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়।
এতে ১১ হাজার ভোল্টেজের তারে শর্ট লেগে তার শরীরের ডান হাত পুড়ে যায়। বাম হাত ও বুকেও কিছুটা আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানেই সকালে মৃত্যু হয়।
মাহাফুজের চাচাতো ভাই চরপাথরঘাটার মুহাম্মদ সোহেল চৌধুরী বলেন, ‘ভাই মাহাফুজ তোমাকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় মাথায় হাত দিয়ে বলেছিলাম চিন্তা করোনা ইনশাল্লাহ সুস্থ্য হয়ে যাবে। কিন্তু আল্লাহর কি লীলা খেলা আমাদের সবাইকে হতাশ করে তোমাকে নিয়ে গেলো। এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে কখনো কল্পনা করিনি।
সিএসপি/বিআরসি