Logo
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

কর্ণফুলীতে যুবকের আত্মহত্যা

চট্টগ্রামের কর্ণফুলীতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে মোঃ রাকিব হোসেন (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরলক্ষ্যা (৫ নম্বর ওয়ার্ড) নিমতলা এলাকার ইদ্রিস চেয়ারম্যান বাড়ির হাসানের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ ও চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মোঃ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রাকিব হোসেন কুমিল্লা তিতাস থানার ঝাপুড় এলাকার অহিদুল ইসলামের ছেলে। তারা ঘটনাস্থল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। রাকিব পেশায় অটো-রিকশা চালক বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব ও তার স্ত্রী একসাথে ভাড়া বাসায় থাকতেন হঠাৎ রাকিবকে ছেড়ে তার স্ত্রী চলে যান। সাথে রাকিবের মোবাইলও নিয়ে যায় স্ত্রী।

স্বামী-স্ত্রীর মনোমালিন্য থেকেই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, তার ভাড়া বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে রাকিব। এলাকার লোকজন ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ