কর্ণফুলী প্রতিনিধি:
নগরের কর্ণফুলীর চরপাথরঘাটা এলাকায় একটি বাল্যবিবাহ বন্ধ করে দিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী।
শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে চরপাথরঘাটা ইউনিয়নে একটি কমিউনিটি সেন্টারে এই বাল্যবিবাহের আয়োজন বন্ধ করা হয়।
জানা যায়, মেয়ের বয়স কম হওয়ায় বিবাহ বন্ধ করে দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এসময় দুই পরিবারের লোকজন স্থানীয় চেয়ারম্যানকে মুছলেকা দেবার অঙ্গীকার করেন। পরক্ষণেই বিয়ের পাত্র-পাত্রী কমিউনিটি সেন্টার থেকে পালিয়ে যান।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিএসপি নিউজকে বলেন, সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে চরপাথরঘাটায় একটি বাল্যবিবাহের খবর জানতে পারি। সঙ্গে সঙ্গে এলাকার ইউপি সদস্যকে মুঠোফোনে বিবাহ বন্ধ করার নির্দেশ দেয়া হয়। অন্যতায় বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এ দুই পরিবারকে আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়। এর পরপরই বিয়ের পাত্র-পাত্রী কমিউনিটি সেন্টার থেকে পালিয়ে যান।
সিএসপি/বিআরসি