কর্ণফুলী প্রতিনিধি:
নগরের কর্ণফুলী উপজেলায় বালুবাহী ট্রাকচাপায় মুনতাহা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে সাড়ে তিনটার দিকে উপজেলার চরপাথরঘাটা ইছানগর এলাকায় এ ঘটনা ঘটে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিশু মুনতাহা ভোলার মো. রাসেলের কন্যা। তার বাবা দিনমজুর ও মা গার্মেন্টসে চাকরির সুবাদে তারা দীর্ঘদিন ধরে ইছানগর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে। শিশুটির মা বাবা দুইজনে কাজে বের হলে তার খালা শিশুটিকে দেখাশোনা করত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে বাড়ির পাশে খেলতে খেলতে রাস্তায় চলে আসে তখন হঠাৎ দ্রুত গতিতে বালুবাহী ট্রাকটি এসে পিষে দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা কর্ণফুলী থানার এসআই আব্দুর রাজ্জাক রুবেল বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে গাড়িটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সিএসপি/বিআরসি