কর্ণফুলী প্রতিনিধি:
নগরের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৮ মার্চ) রাতে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের শিপইয়ার্ড রোডের আল্লাহর দান গ্যারেজ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-ইছানগর গ্রামের (৯ নম্বর ওয়ার্ড) সওদাগর বাড়ির নুরুল হকের ছেলে মো. জসিম(৩০), একই গ্রামের আব্দুল গফুরের ছেলে মো. সাগর (২১), মো. নুর নবীর ছেলে মো. শাহজাহান (২৬), ভোলা চরফ্যাশনের আলী হাজী বাড়ির মো. শফি উল্লাহর ছেলে মো. মহিউদ্দিন (৫৩) ও আনোয়ারা রায়পুর ইউনিয়নের মো. জামাল উদ্দিনের ছেলে মো. জিয়াউর রহমান (৩০)।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন সিএসপি নিউজকে বলেন, গতকাল সোমবার রাতে ইছানগরের এক গ্যারেজে অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে পাঁচ জুয়াড়িকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মহানগর আইনে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
সিএসপি/বিআরসি