কর্ণফুলী প্রতিনিধি:
নগরের কর্ণফুলী নদীতে জাহাজে মাছ আনলোড করার সময় অসতর্কতাবশত পড়ে গিয়ে মো. শফি (৩৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছে।
বুধবার (১৫ মে) দুপুর ২ টায় কর্ণফুলী নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শফি কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহছেন আলী পাড়ার লেইঙ্গা গোষ্ঠী বাড়ির কোরবান আলীর ছেলে।
এলাকার ইউপি সদস্য মো. ফরিদ জুয়েল বলেন, নিখোঁজ শফির মৃগী রোগ ছিল। সাম্পানটি জাহাজের সঙ্গে বাঁধা ছিল। ওকে নদীতে পড়ে যেতেও কেউ দেখেনি। তবে গতকাল থেকে সে নিখোঁজ।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক জানান, নিখোঁজ শফিকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে। ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে।
সিএসপি/বিআরসি