Logo
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

কর্ণফুলীতে এস্কেভেটর ও বালি জব্দ

কর্ণফুলী প্রতিনিধি:

নগরের কর্ণফুলী উপজেলার শিকলবাহা খাল পাড়ে অবৈধভাবে বালু স্তূপ করে রাখার দায়ে তিন প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালি ও দুটি এস্কেভেটর জব্দ করা হয়।

রোববার (১২ মে) দুপুর ১টার দিকে উপজেলার ভেল্লাপাড়া ক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী।

জানা যায়, ভেল্লাপাড়া ব্রিজের নিচে অবৈধভাবে বালু উত্তোলন করে স্তূপ করে রাখার অপরাধে এলবি এন্টারপ্রাইজের প্রোপাইটার প্রজ্ঞা জ্যোতি বড়ুয়া, ফতেহ আলী শাহ এন্টারপ্রাইজ মালিক নুরুল ইসলাম ও সরওয়ার কর্পোরেশনের মালিক আবু সাদাত সায়েমসহ তিন প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়।

পিযুষ কুমার চৌধুরী বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে বালি উত্তোলন করে বিক্রয়ের উদ্দেশে খাল পাড়ের জমিতে স্তূপ করে রাখার অপরাধে তিন ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা করে দুই এস্কেভেটর ও বালি জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা অবৈধভাবে বালু উত্তোলনকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সব সময় সতর্ক দৃষ্টি রাখছে উপজেলা প্রশাসন।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ