Logo
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

কর্ণফুলীতে অস্ত্রসহ গ্রেপ্তার ২

কর্ণফুলী প্রতিনিধি:

নগরের কর্ণফুলী থানার মহলখান (সেন্টার) এলাকায়অভিযান চালিয়ে মো. জসিম উদ্দিন ওরফে টুয়েন্টি জসিম (৩৮) ও মো. সেলিম (২৮) দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।  এ সময় তাদের কাছ থেকে একটি দেশি রিভলবার ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার টুয়েন্টি জসিম কর্ণফুলী থানার উত্তর বন্দর এলাকার মৃত নসু মিয়া ওরফে নজু মিয়ার ছেলে ও সেলিম বাঁশখালীর সাধনপুর এলাকার দিল মোহাম্মদের ছেলে।

মঙ্গলবার (২৫ জুন) বিকেলের দিকে কর্ণফুলী থানার মহলখান (সেন্টার) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশে মহলখান এলাকার পাকা রাস্তায় কয়েকজন অবস্থান করার সংবাদ পেয়ে অভিযান চালিয়ে জসিম ও সেলিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশি রিভলবার ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আনোয়ারা, কর্ণফুলী ও পতেঙ্গা থানায় বিভিন্ন মামলা রয়েছে বলে জানা যায়। উদ্ধারকৃত মালামাল ও গ্রেপ্তারদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ