কর্ণফুলী প্রতিনিধি:
নগরের কর্ণফুলী উপজেলার শিকলবাহা কলেজ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ওষুধের দোকান, দুটি মুদির দোকানকে ভোক্তা অধিকার আইনে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় কাগজপত্র না থাকায় একটি সিএনজি অটোরিকশাকে ডাম্পিং-এ পাঠানো হয়।
সোমবার (২৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা এবং ড্রাগ লাইসেন্সের মেয়াদ না থাকায় মেসার্স লাল গোলাপ মেডিসিন কর্ণার নামক এক ওষুধের দোকানকে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৫ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় নমেয়া ও তৈয়ব স্টোর নামক দুটি মুদির দোকানকে ভোক্তা অধিকার আইনের ৩৯ ধারায় মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও কোনও প্রকার ডকুমেন্টস না থাকা ও রাস্তার মাঝে আইন অমান্য করে পার্কিং করায় একটি সিএনজি অটোরিকশাকে ডাম্পিং এ পাঠানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, সাধারণ মানুষের সুরক্ষায় নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।
সিএসপি/বিআরসি