Logo
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

কর্ণফুলিতে শ্মশান-কবরস্থান রক্ষার দাবিতে কেইপিজেডের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

কর্ণফুলি উপজেলার বড়উঠান ইউনিয়নে বৌদ্ধদের মহাশ্মশান, ধ্যানকেন্দ্র ও মুসলিম সম্প্রদায়ের কবরস্থান রক্ষার দাবিতে কেইপিজেড-এর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পূর্ণচন্দ্র ভিক্ষুর বনবিহার মহাশ্মশান ও কবরস্থান পুনরুদ্ধার বাস্তবায়ন কমিটি ও স্থানীয়রা এ মানববন্ধন করেন।

শুক্রবার (২৮ জুন) বিকেলে ইউনিয়নের দক্ষিণ শাহামীরপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কেইপিজেড কর্তৃপক্ষ সন্ত্রাসীদের দিয়ে শ্মশান ও কবরস্থানের জায়গা দখল করে নিয়েছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন জানাই আমাদের বৌদ্ধদের একমাত্র মহাশ্মশান ও মুসলিম সম্প্রদায়ের একমাত্র  কবরস্থানের জায়গা ফেরত দেয়া হোক। এসময় মানববন্ধনে নানাপেশার মানুষ মানববন্ধনে যোগ দেন।  মানববন্ধন শেষে এলাকায় এক বিক্ষোভ মিছিল বের করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন-মহাশ্মশান ও কবরস্থান পুনরুদ্ধার বাস্তবায়ন কমিটির সভাপতি অমল বড়ুয়া, সাধারণ সম্পাদক নিকাশ বড়ুয়া,অর্থসম্পাক  সুকেন বড়ুয়া, মুক্তিযোদ্ধা রনধীর বড়ুয়া, শিমুল বড়ুয়া, সহ-সভাপতি দীপক বড়ুয়া,  সমীরণ বড়ুয়া, নেপাল বড়ুয়া  এবং ভূটান বড়ুয়া প্রমুখ।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ