সিএসপি ডেস্ক:
রমজানের শুরুতেই কাঁচাবাজারের তেজিভাব থাকলেও ১০ রোজার মাথায় এখন সবজি বাজার কেনাকাটায় সামান্য স্বস্তি পাচ্ছেন সাধারণ মানুষ।
শুক্রবার (২২ মার্চ) সকালে নগরের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, শাক-সবজি, পেঁয়াজ এবং ডিমের দাম কমতির দিকে থাকলেও তবে আবার দাম বেড়েছে আলুর। রোজা শুরুর দিকে প্রতিকেজি আলু ২৫ টাকা বিক্রয় করলেও এখন ৪০ টাকা বিক্রয় হচ্ছে।
এদিকে সপ্তাহের ব্যবধানে বাজারে কমেছে ফার্মের মুরগি ডিমের দামও। তবে গত সপ্তাহে বেড়ে যাওয়া চাল এবং বেশ আগে থেকে বাড়তি ডাল, তেল-চিনিসহ অন্যান্য পণ্যগুলোর দাম এখনও চড়া।
সবজির বাজার ঘুরে দেখা গেছে, রোজার শুরুতে বেগুনের কেজি ছিল ৮০ থেকে ১০০ টাকা। এখন ১ কেজি বিক্রয় হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। শসার কেজি রোজার শুরুতে ছিল ১০০ টাকারও উপরে। এখন বিক্রয় হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা দরে। ৫০ টাকার টমেটো এখন ৩০ টাকায় বিক্রয় হচ্ছে। এছাড়াও কাঁচামরিচের দাম কমে এখন ৪০ টাকা দরে বিক্রয় করতে দেখা গেছে।
সিএসপি/বিআরসি