লোহাগাড়া প্রতিনিধিঃ
কক্সবাজার মেডিকেল কলেজ ( কমেক) ছাত্রলীগের কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। কমেকের নতুন কমিটিতে ডা. মো. নাইমুল আবছার চৌধুরীকে (সানিয়াত) কমেক ছাত্রলীগের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।।
শুক্রবার (২২ মার্চ ) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুমোদন দেয়া হয়।
ডা. সানিয়াত লোহাগাড়া উপজেলা সদরের পুরাতন থানার গেট এলাকার হাজী শরীয়ত উল্লা মুন্সি বাড়ির হাজী নুরুল আবছার ছোট ছেলে।
কমেক ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মো. নাইমুল আবছার চৌধুরী সানিয়াত ছাত্রলীগের সকল নেতাকর্মীদের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কমেকের ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
সিএসপি/বিআরসি