Logo
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন

কক্সবাজারে বেড়াতে যাওয়া হলো না তানভিরের

নিজস্ব প্রতিবেদক:

পটিয়া থেকে কক্সবাজার বেড়াতে যাবার পথে পিকআপ চাপায় তানভির জামান (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী মারা গেছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে সাতকানিয়ার চুনতি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তানভির পটিয়ার জিরি ইউনিয়নের মীর বাড়ির বদিউজ্জামানের ছেলে। সে আনোয়ারা ডিগ্রি কলেজের ছাত্র। তিন ভাই ও এক বোনের মধ্যে তানভির জামান সবার বড়।

জানা যায়, বৃহস্পতিবার রাতে পটিয়া থেকে আটটি মোটরসাইকেলে ১৫ বন্ধু কক্সবাজারের উদ্দেশে রওনা হন। যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার চুনতি এলাকা অতিক্রমকালে পেছন থেকে একটি দ্রুতগামী পিকআপ তানভিরের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তানভিরের মামা রহমত উল্লাহ সিএসপি নিউজকে বলেন, রাতে আমরা খবর পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখি, ভাগিনার নিথর দেহ পড়ে আছে। তারা পটিয়া থেকে ১৫ বন্ধু একসঙ্গে মোটরসাইকেলে কক্সবাজারে বেড়াতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। কিন্তু দুঃখের বিষয়-বাকি ১৪ বন্ধুর কেউ বিপদের সময় এগিয়ে আসেনি। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বলে তিনি জানান।

সিএসপি /বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ