ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওয়ের ইসলামাবাদ ইউনিয়নে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজি টেক্সির সংঘর্ষে টেক্সিচালক নুরুল হক নিহত হয়েছে।
নিহত সিএনজিচালক ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপেরখীল এলাকার মৃত আলী আহমেদের ছেলে।
শুক্রবার (২৯ মার্চ) রাতে ইউনিয়নের হাঁসের দিঘী নামক স্থানে এ ঘটনা ঘটে।
এ সময় ঘাতক কার্ভাডভ্যানটি পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় চট্টগ্রামমুখি একটি কার্ভাডভ্যান অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ঈদগাঁওমুখি একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
ওই সময় সিএনজিচালক নুরুল হক গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ঈদগাঁওস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডুলহাজারা হাইওয়ে পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়, কিন্তু ক্ষতিগ্রস্ত এবং ঘাতক যানবাহন কোনোটি জব্দ করা যায়নি।
সিএসপি/বিআরসি