সিএসপি ডেস্কঃ
নগরের কর্ণফুলীর এস আলম সুগার মিলে লাগা আগুনে ১ লাখ টন চিনি পুড়ে গেছে বলে জানা গেছে।
এস আলমের কর্মকর্তারা জানান, রোজার মাসকে সামনে রেখে মিলের চারটি গুদামে মোট চার লাখ টন অপরিশোধিত চিনি মজুদ করা হয়েছিল। পরিশোধনের পর ওই চিনি বাজারে যাওয়ার কথা। এর মধ্যে ১ নম্বর গুদামের এক লাখ টন চিনি পুড়ে গেছে। রোজা শুরুর মাত্র এক সপ্তাহ আগে বিপুল পরিমাণ চিনি ভস্মীভূত হওয়ায় এর প্রভাব বাজারে কতটা পড়বে, এখন চলছে সেই আলোচনা।
সোমবার (৪ মার্চ) ইছাপুর এলাকায় বিকাল ৪টার আগে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।
জানা যায়, ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের সঙ্গে কাজ করছে নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড ও সেনাবাহিনী। এদিকে ঘটনা তদন্তে এরই মধ্যে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ১২টায় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুণ পাশা সিএসপি নিউজকে বলেন, বাইরের আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে ভেতরে দাহ্য পদার্থ থাকায় এখনো আগুন জ্বলছে। আমরা চেষ্টা করছি আগুন নিয়ন্ত্রণের জন্য। আমাদের ১০টি ইউনিট কাজ করছে। ভেতরে এখনো আগুনের তীব্রতা রয়েছে।
এদিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে সোমবার রাতেই ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৪ মার্চ) রাতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক ও ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা এ কমিটি গঠন করেন।
সিএসপি/বিআরসি