লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
এডভোকেট সাইফুল ইসলামের আলিফের হত্যাকারীদের আইনের আওতায় এনে জড়িতদের কে দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া হবে।ঘটনাটি যারাই ঘটিয়েছে,কাউকে ছাড় দেওয়া হবেনা বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
২৯ নভেম্বর(শুক্রবার) সকালে উপজেলার চুনতি ইউনিয়নের এডভোকেট সাইফুলের ইসলামের ফারাঙ্গায় নিজ গ্রামে কবর জেয়ারত শেষে প্রেস ব্রিপিং-এ এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্ঠা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন,সাইফুল ইসলামের যারা নৃশংসভাবে হত্যা করেছে,এটি তদন্ত চলছে। ভিডিও ফুটেজ আছে,ভিডিও ফুটেজের মাধ্যমে আমাদের চৌকুস তদন্ত টিম কাজ করে যাচ্ছেন। দোষী যেই প্রমাণিত হবে তাকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হবে । আমরা তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।
তিনি আরও বলেন, যেকোন মুল্যে গুজব থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শান্তি,শৃঙ্খলা,সৌহার্দ ও সম্প্রীতি যাতে বিনষ্ট না হয়। দেশে, বিদেশে এ সরকারকে বিব্রত করার জন্য একটি গোষ্ঠী তৎপরতা চালাচ্ছে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। সম্প্রীতি,সৌহার্দপুর্ণ মনোভাবের জন্য আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। আমি ধর্ম মন্ত্রনালয়ের অধীনে বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশন থেকে সাইফুলের পরিবারের জন্য কিছু সাহায্য সহযোগিতা নিয়ে এসেছি।
নিজ বাড়ি চুনতি ফারাঙ্গা থেকে লোহাগাড়া সদরে এডভোকেট সাইফুল ইসলামের বাসায় যান ধর্ম উপদেষ্ঠা ড. আ ফ ম খালিদ হোসেন এবং এবং গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
তার পরিবারের সাথে কথা বলেন।এসময় পরিবারের কাছে আলহাজ্ব সামশুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকো ভরণ, পোষণ,শিক্ষা ও পরিবারকে স্বচ্ছল করার জন্য আমরা এ ফাউন্ডেশন থেকে এক কোটি টাকার ফান্ড থেকে তার একটি অংশ এক লক্ষ টাকা প্রদান করেন, আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫লাখ টাকার চেক ও আল মানাহিল ফাউন্ডেশনের পক্ষ থেকে ১লাখ টাকা প্রদান করে ধর্ম উপদেষ্ঠা।
এসময় লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস, লোহাগাড়া থানার ওসি মোঃ আরিফুর রহমানসহ,পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।