বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
৩১দফা বাস্তবায়নে রাষ্ট্র কাটামো মেরামতের জন্য তারেক রহমানের ম্যাসেজ ইউনিয়নে,ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে দিতে হবে লোহাগাড়ায় রিকশা শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সভা চুনতিতে ট্রেনের ধাক্কায় আহত বন্যহাতি! বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে বড়হাতিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশ লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী লোহাগাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী লোহাগাড়ায় পূজা মন্ডপ পরিদর্শনে জামায়াত নেতারা লোহাগাড়ায় পূজা মণ্ডপ পরিদর্শন পরিদর্শনে বিএনপির নেতারা

এখনও সন্ধান মিলেনি কর্ণফুলীতে নিখোঁজ কাজলের

বোয়ালখালী প্রতিনিধি:

কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক আশরাফ উদ্দিন কাজলের (৫৩) সন্ধান মেলেনি। ইতোমধ্যে পার হয়ে গেল ৪৮ ঘণ্টা।

নিখোঁজ আশরাফ উদ্দিন কাজল বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী শেখপাড়ার মরহুম মেজর হাবিবুর রহমানের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

শনিবার(২২ জুন) বিকেল সাড়ে ৫টায় কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্তের ফেরিঘাটে একটি যাত্রীবাহী নৌকা ফেরিকে ধাক্কা দিলে নৌকা থেকে কাজলসহ দু’জন নদীতে পড়ে যায়। এরমধ্যে মো. নূর কাদের কূলে উঠতে পারলেও কাজল নদীতে তলিয়ে যান। তার খোঁজে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী তল্লাশি করছে।

কালুরঘাট-চান্দগাঁও ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন জানান,  শনিবার ঘটনার পর থেকে রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। আজ রোববারও উদ্ধার তৎপরতা ছিল।

স্থানীয় পৌর কাউন্সিলর শেখ আরিফ উদ্দিন জুয়েল বলেন, শুক্রবার কাজলের মায়ের চল্লিশা গিয়েছিল। শনিবার বিকেলে কাজল শহর থেকে বোয়ালখালীতে আসার পথে কর্ণফুলী নদীতে নিখোঁজ হন।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি ইউনিটের সাব-কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, নদীতে জোয়ারের পানি প্রবাহ বৃদ্ধি ও প্রবল স্রোত থাকায় উদ্ধার তৎপরতা চালাতে হিমসিম খেতে হচ্ছে। আজ রোববার সকালে চার সদস্যের ডুবুরি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। তবে বৈরী পরিস্থিতির কারণে দুপুর দেড়টার অভিযান স্থগিত করা হয়েছে।

এ সময় ফেরি চলাচল বন্ধ রাখায় মানুষজন বিপাকে পড়েছেন। তবে দুপুর ২টায় আবারও ফেরি চলাচল শুরু হয়েছে।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ