মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম:
চুনতিতে ট্রেনের ধাক্কায় আহত বন্যহাতি! বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে বড়হাতিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশ লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী লোহাগাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী লোহাগাড়ায় পূজা মন্ডপ পরিদর্শনে জামায়াত নেতারা লোহাগাড়ায় পূজা মণ্ডপ পরিদর্শন পরিদর্শনে বিএনপির নেতারা শফিকুর রহমান একজন আদর্শবান শিক্ষক, তাঁর শূন্যাতা সহজে পূরণ হবেনা লোহাগাড়ায় পূজা মন্ডপ পরিদর্শনে উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন

এক দফা দাবিতে লোহাগাড়ায় নার্সদের ৩ ঘন্টা কর্মবিরতি

 

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধি:

সারা দেশের ন্যায় লোহাগাড়ায় একদফা দাবিতে তিন ঘন্টার কর্মবিরতি পালন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও মিডওয়াইফরা। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ১২ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তারা এই কর্মবিরতি পালন করেন। জানা যায়, দীর্ঘদিন যাবত নার্সরা যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছেন। নার্সিং অধিদপ্তরে মহাপরিচালক, অতিরিক্ত পরিচালক এবং পরিচালক পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আমলারা বসে আছেন। যারা নার্স সংশ্লিষ্ট নয়। তাদের এক দাবি, সেই সকল আমলাদের অপসারণ করে সেখানে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নার্সদের নিয়োগ করতে হবে। এই দাবি আদায়ে কেন্দ্রীয় কমিটি নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ গত ৯ সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছেন। তবে তাদের দাবিগুলো এখনো মেনে নেয়া হয়নি। তাদের দাবি দ্রুত মেনে নেওয়া না হলে বুধবার সকাল ৯ টা থেকে বেলা ২টা পর্যন্ত ৫ ঘন্টা কর্মবিরতি পালন করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এই সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার অনিতা রাণী দাশ, সিনিয়র স্টাফ নার্স সমন্বয়ক রতন কুমার নাথ, মো. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র স্টাফ নার্স নিলুফা আক্তার, সালমা বেগম, নন্দী রুদ্র, মিডওয়াইফ ঝুমা বড়ুয়া ও রাবেয়া খাতুনসহ অন্যান্য নার্সরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ