Logo
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন

একমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য কাজ করতে হবে

সিএসপি নিউজ: জামায়াতে ইসলামীর প্রতিটি সদস্যকে একমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।

শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ডবলমুরিং থানার উদ্যোগে আয়োজিত থানার সদস্যদের (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

থানা আমীর ফারুকে আজমের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মুহাম্মদ সালাউদ্দীনের সঞ্চালনায় নগরীর আগ্রাবাদে একটি স্থানীয় মিলনায়তনে উক্ত প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বায়তুশ শরফ কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আমিনুল ইসলামের দারসুল কোরআনের মাধ্যমে প্রোগ্রাম শুরু হয়।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বর্তমান সরকারের কিছু ভুল থাকার পরেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি যে ভালো কাজ রয়েছে তার জন্য ধন্যবাদ জানান। তিনি সদস্যদের বলেন, সকল কাজ হতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য। পাশাপাশি রুকনদের ব্যক্তিগত জীবনে শতভাগ ইসলাম পালনের উদাত্ত আহবান জানান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। তিনি সংগঠনের সমসাময়িক বিভিন্ন বিষয়ের পাশাপাশি আগামীদিনে এ জাতিকে নেতৃত্ব দেওয়ায় জন্য প্রস্তুতি গ্রহণ করতে জামায়াতে ইসলামীর রুকনদের আহবান জানান।

উক্ত প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুল ইসলাম, ২৪ নম্বর ওয়ার্ড আমীর ইমরানুল হক, ২৭ নম্বর ওয়ার্ড আমীর মুজিবুল হক, ২৩ নম্বর ওয়ার্ড আমীর আব্দুর রহিম মোল্লা প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ