রায়হান সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন অঞ্চলের মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
তারই ধারাবাহিকতায় ২৯আগস্ট সকালে লোহাগাড়া উপজেলা পরিষদের পক্ষে উপজেলার ৯ইউনিয়নের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সকালে এ ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
দিনব্যাপী লোহাগাড়ার ৯ইউনিয়নের বিভিন্ন এলাকায় মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হাকিম, সাবেক নাছির উদ্দিন,উপজেলা পরিষদের সিএ রুবেল,যুবলীগ নেতা ইনজামামুল হক চৌধুরী যুবরাজ, আধুনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুয়ানুল হক রুবেল,বড়হাতিয়া ইউপি সদস্য কাইছার হাসান বাপ্পী, আবু বক্কর সিদ্দিক রানা,আহমদ কবির,যুবলীগ নেতা মামুন,জিম মামুন।