উখিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ায় মাটি কাটার সময় একটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ।
মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১১টার দিকে উখিয়ার হাতিমোড়া (কিল্লামোড়া) নামক এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে পরিচালনা করেন উখিয়া সদর বিট কর্মকর্তা ইমদাদুল হাসান, দোছড়ি বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান ও থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ। তবে অভিযানের সময় কাউকে আটক করতে পারেনি বন বিভাগ।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএসপি নিউজকে জানান, প্রকৃত আসামির বিরুদ্ধে বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সিএসপি/বিআরসি