Logo
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

উখিয়ায় বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

উখিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ যৌথ অভিযানে দুটি ওয়ান শুটারগান ও গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (১০ মার্চ) রাতে তিনঘণ্টা অভিযান চালিয়ে দুটি ক্যাম্প থেকে পাঁচ রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- বর্ধিত ক্যাম্প-৪ এর আবুল বাছেরের ছেলে মো. সালাম, বি-১ ব্লকের আমির হোসেনের ছেলে জিয়াউর রহমান, ক্যাম্প-৮ ওয়েস্ট আই-১৩ ব্লকের মো. ওলা মিয়ার ছেলে হাশিম উল্লাহ প্রকাশ মাস্টার হাশিম, এ-২৯ ব্লকের জাফর উল্লাহর ছেলে রহিম উল্লাহ ও ক্যাম্প-৪ এর এ-১১ ব্লকের মৃত মো. রশিদের ছেলে আতাউল্লাহ।

অভিযানের সত্যতা নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।

এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৮ ওয়েস্ট ও ক্যাম্প-১৭ এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে ২টি ওয়ান শুটারগান, এক রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ ও ২ রাউন্ড তাজা গুলিসহ দুইজন আসামি এবং তিনজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।

১৪ এপিবিএন, জেলা পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসারসহ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বিশেষ যৌথ অভিযানে অংশ নেয়।

অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল আরও জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। ক্যাম্পে অস্থিরতা তৈরির পরিকল্পনা করছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরবর্তী তথ্য জানানো যাবে বলে জানান তিনি।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ