উখিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ায় ট্রাকের ধাক্কায় মৌলভী ইদ্রিস (৪৭) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে।
নিহত ইদ্রিস কুতুপালং এলাকায় ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ-৫ ব্লকের বাসিন্দা সৈয়দ আহমদের ছেলে।
বুধবার (৬ মার্চ) সকাল ১১টার সময় এ দুর্ঘটনা ঘটে।
এসময় আরও পাঁচজন যাত্রী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। গুরুতর আহতদের উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহতরা হলেন- উখিয়ার পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়ার বাসিন্দা আব্দুস ছালামের ছেলে গাড়িচালক খায়রুল বাশার (৪০), উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের বাসিন্দা আব্দুল বাশারের ছেলে নুরুল আমিন (৫০), একই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল আমিনের ছেলে কলিম উল্লাহ (২০), উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা অলি আহাম্মদের স্ত্রী রহিমা খাতুন (৫০) ও অলি আহমদের ছেলে নুর হাসিম (১২)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন সিএসপি নিউজকে বলেন, গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুঘর্টনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে শাহপুরীর দ্বীপ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হোসেন জানিয়েছেন।
জানা যায়, একটি অটোরিকশা করে কুতুপালং বাজার-বালুখালী যাওয়ার পথে পেছন দিক থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এসময় পথচারী মৌলভী ইদ্রিস গুরুতর আহত হয়। তাৎক্ষণিক পাশে থাকা এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিএসপি/বিআরসি