উখিয়া প্রতিনিধি:
উখিয়ায় ভারী বর্ষণের ফলে বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসে এক বাংলাদেশি ও আট রোহিঙ্গার মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ জুন) সকালে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ৯ এবং ১০ নং রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, শুনেছি ৯ এবং ১০ নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ৯ জন চাপা পড়েছে বলে জানা গেলেও কারো নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।
সিএসপি/বিআরসি