উখিয়া প্রতিনিধি:
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে আব্দুল মোনাফ (২৬) নামে সন্ত্রাসী সংগঠন আরসার এক সদস্য নিহত হয়েছে।
বুধবার (১২ জুন) ভোর ৬টায় রোহিঙ্গা ক্যাম্প-১৯-এর এ/৪ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত মোনাফ ওই ক্যাম্পের আলিম উল্লাহর ছেলে।
সূত্র জানায়, একাধিক হত্যা ও অস্ত্র মামলার আসামি আব্দুল মোনাফের ৬-৭ জনের একটি বাহিনীর সঙ্গে অন্যান্য আরসা সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এসময় পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুড়তে থাকে। তখন পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় আব্দুল মোনাফের বুকে ও পিঠে গুলি লাগে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
গুলিবিদ্ধ মোনাফকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এপিবিএন পুলিশের তিনজন সদস্য আহত হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
শামীম হোসেন বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।
সিএসপি/বিআরসি