উখিয়া প্রতিনিধি:
উখিয়ার পালংখালী ইউনিয়নের চোরাখোলা নামক এলাকায় মাটি চাপা পড়ে মো. আবদুল করিম (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত আবদুল করিম ইউনিয়নের চোরাখোলা গ্রামের শাহ আলমের ছেলে। সে থাইংখালী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
বুধবার (১৯ জুন) ভোরে ইউনিয়নের চোরাখোলা গ্রামের উলা মিয়ার ছেলে শাহ আলমের বাড়ির দেয়াল ভেঙে এ ঘটনা ঘটে।
উখিয়ার পালংখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) শামীম হোসেন বলেন, এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি। বিস্তারিত জেনে বলতে হবে।
সিএসপি/বিআরসি