রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শের প্রতীক। বিশ্বমানবতার জন্য আদর্শ হিসেবে স্বয়ং আল্লাহ তাআলাই তাঁকে দায়িত্ব দিয়ে এ পৃথিবীতে পাঠিয়েছেন।দ্বীনের আলোকে নিজের জীবন,পরিবার, সমাজ-রাষ্ট্র ইত্যাদি সব কিছু পরিচালনা করেছেন। রাষ্ট্র পরিচালক, সমাজপতি, বিচারক, নীতি-নির্ধারক ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে তিনি ছিলেন আদর্শ ব্যক্তি।
১৯দিন ব্যাপী আন্তর্জাতিক সীরতুন্নবী সঃ মাহফিলের সমাপনী অধিবেশনে দিবাগত রাত আড়াইটার দিকে বিশেষ মেহমানের বক্তব্যে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য, মহানগর জামায়াতে আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী এসব কথাগুলো তুলে ধরেছেন।
তিনি আরও বলেছেন,ইসলামের শ্রেষ্টত্ব প্রমাণ করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। ইসলামী আন্দোলনের জন্য সংগ্রাম করছেন, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সংগ্রাম করছেন। তারা চ্যালেঞ্জ করে ইসলামের শ্রেষ্টত্ব প্রমাণ করতে পেরেছেন। অন্তবর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্ঠা ড.ইউনুচ সাহেব স্বীকৃতি দিয়েছেন, আগামীতে নতুন বাংলাদেশকে যদি সত্যিকারার্থে স্বাধীন,সার্বভৌম,একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে করতে চাই,তাহলে ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া কোনদিন সম্ভব নয়। জাতিসংঘে আপনার এ ভাষণ প্রশংসনীয়।
সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী আরও বলেছেন, বড় দুর্ভাগ্যে ২০১২সালে সীরতুন্নবী সঃ মাহফিলে এসে বক্তব্যে দিয়েছিলাম, আজকে ২০২৪ সালে এসে আপনাদের সামনে সীরতুন্নবী সঃ মাহফিলে উপস্থিত হয়েছি।ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করেছে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।স্বৈরাচারি শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে।
তিনি আরও বলেন,সুন্দর সমাজ গড়তে নবী রাসুলের আদর্শ মানতে হবে। নতুন বাংলাদেশ পেয়েছি। আলেমদের মধ্যে কোন অনৈক্য থাকবেনা। আগামী দিনের নতুন বাংলাদেশ বির্নিমানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকবো।
এরপুর্বে মাহফিলে গুরুত্বপুর্ণ তকরির পেশ করেছেন জৈনপুরী দরবার শরীফের পীর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমেদীন ড. মাওলানা এনায়েত উল্যাহ আব্বাসী।
মাহফিলে এ অধিবেশনে শাহ সাহেব কেবলার দৌহিত্র হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামীর সঞ্চালনায় মাহফিলে চুনতি হাকিমিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন,উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবছার, বড়হাতিয়া ইউপির সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরীসহ আলেম-ওলামাগণ, জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।