Logo
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাটিতে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের আনোয়ারায় পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ১ পটিয়ায় ৫শ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শণ করলেন স্বাস্থ্য উপদেষ্টা চন্দনাইশে নোংরা পরিবেশে খাবার তৈরি: বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা মিরসরাইয়ের ওয়াহেদপুরে প্রবাসীর ঘরে মিললো ৬৯ গোখরার বাচ্চা হাটহাজারীতে ভোররাতে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, গুলিবিদ্ধ সৈনিক ফটিকছড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীতাকুণ্ডে বাসে ধাক্কা দিয়ে পিকআপ উল্টে শিশুর মৃত্যু, আহত ৭ ফটিকছড়িতে হত্যা মামলার ৩৪ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার মিসাইল ধ্বংসের পরীক্ষা চালালো ভারত

ইরানে ভয়ঙ্কর ‘রক্ত বৃষ্টি’তে বদলে গেল সমুদ্রের রঙ

সমুদ্র

এবার ইরানে এক চমকপ্রদ প্রাকৃতিক ঘটনা নিয়ে তুমুল আলোচনা সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে। সম্প্রতি দেশটিতে এক প্রবল বৃষ্টিপাতের পর সমুদ্র সৈকত উজ্জ্বল লাল আভায় রঙিন হয়ে উঠেছিল।

অনেকেই একে ‘রক্তবৃষ্টি’ বলে আখ্যা দিচ্ছেন। আবার অনেকে বলছেন, এটি নেহাতই এক প্রাকৃতিক ঘটনা।

একজন পর্যটক গাইড সামাজিকমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করে এ বিরল ঘটনার একটি ভিডিও।

যে ভিডিওতে দেখা যায়, প্রবল বৃষ্টির পর পাহাড়ি লাল মাটি ধুয়ে এসে সমুদ্রের পানিতে মিশে গেছে, ফলে সৈকতজুড়ে এক বিস্ময়কর দৃশ্যের সৃষ্টি হয়েছে।

ভূমির মাটি ও সমুদ্রের পানির সংমিশ্রণে পানির রং উজ্জ্বল টকটকে লাল হয়ে গেছে।

ভিডিওর ক্যাপশনে ফারসি ভাষায় লেখা ছিল, ‘প্রসিদ্ধ লাল সৈকতের ভারী বৃষ্টিপাতের শুরু। পর্যটকদের জন্য এটি এক অবিশ্বাস্য অভিজ্ঞতা।’

এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানান প্রতিক্রিয়া দেখা যায়।

এক ব্যবহারকারী লেখেন, ‘সুবহানআল্লাহ! কী অপূর্ব সৌন্দর্য! সত্যিই, সৃষ্টিকর্তাই দুই জগতের সর্বশ্রেষ্ঠ চিত্রশিল্পী।’

বিস্ময় প্রকাশ করে আরেকজন মন্তব্য করেন, ‘এই দৃশ্য সত্যিই অসাধারণ ও অনন্য!’

বিশেষজ্ঞরা বলছেন, ইরানের হরমুজ প্রণালির রেইনবো আইল্যান্ডে অবস্থিত এই সৈকত তার প্রাকৃতিক লাল মাটির জন্য বিশ্বজুড়ে পরিচিত। মাটিতে উচ্চমাত্রার আয়রন ও খনিজ পদার্থ থাকার ফলে এটি বছরের বিভিন্ন সময়েই উজ্জ্বল লালচে রঙ ধারণ করে।

প্রবল জোয়ারের সময় এই খনিজ উপাদান সমুদ্রের পানির সঙ্গে মিশে সৈকতজুড়ে এক অভূতপূর্ব লালাভ দৃশ্য তৈরি করে, যা অনেকের কাছে মনে হয় যেন কেউ লাল রঙের রং ঢেলে দিয়েছে সমুদ্রে।

তবে এটি কোনও বিপজ্জনক ঘটনা নয় বরং এই ব্যতিক্রমী প্রাকৃতিক সৌন্দর্য প্রতিবছর দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটককে আকর্ষণ করে, যারা ইরানের এই ‘রক্তবৃষ্টি’র সৈকত স্বচক্ষে দেখতে আসেন। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ