লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের লোহাগাড়ার ইয়াবা কারবারি মাসুদ রানা
ইয়াবাসহ রাজধানী ঢাকায় পুলিশের হাতে আটক হয়েছে। গত ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি থানা পুলিশ তাকে আটক করেছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া।
আটককৃত মাসুদ রানা চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের উত্তর হরিণা ঘাটিয়ার পাড়ার মাহমুদুল হক ড্রাইভারের পুত্র।
পুলিশ জানায়, মাসুদ রানা ধানমন্ডি থানা এলাকায় গোপনে মাদক ব্যবসা করে যাচ্ছিল। উল্লেখিত সময়ে মাদক নিয়ে বিক্রির উদ্যোশ্যে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
ওই সময় তার শরীরে তল্লাশি চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে লোহাগাড়া থানায়ও মামলা রয়েছে। আটককৃত মাসুদ রানার বিরুদ্ধে ধানমন্ডি থানায় মাদক মামলা রুজু করে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান থানার ওসি ইকরাম আলী মিয়া।
স্থানীয় সুত্রে জানা যায়, মাসুদ রানা দীর্ঘদিন ধরে ছদ্মবেশে আইন প্রয়োগকারীকে ফাঁকি দিয়ে এলাকায় মাদক ব্যবসা করে যাচ্ছিল। সে ইউনিয়ন আওয়ামী যুবলীগের পদে আসার জন্য বিভিন্ন জায়গায় লবিং করে আসছে বলেও স্থানীয়রা জানিয়েছেন।