নিজস্ব প্রতিবেদক:
নগরের ইপিজেড থেকে গাঁজাসহ মো. মিজান প্রকাশ দুলাল (৪২) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫ শত গ্রাম গাঁজা জব্দ করা হয়।
মঙ্গলবার (২১ মে) থানা সূত্রে নিশ্চিত করা হয়,
সোমবার ( ২০ মে) ইপিজেড ব্যাংক কলোনি এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানার ব্যাংক কলোনি রুস্তম বিল্ডিংয়ের নিচ থেকে মো. মিজান প্রকাশ দুলালকে আটক করা হয়। তার কাছ থেকে ৫ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোছাইন সিএসপি নিউজকে বলেন, এ ঘটনায় ইপিজেড থানায় একটি মাদক মামলা করা হয়েছে। আসামিকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
সিএসপি/বিআরসি