নিজস্ব প্রতিবেদক:
নগরের ইপিজেডের আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ১০ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫ নারী ও ৫ জন পুরুষ রয়েছে।
শুক্রবার (২৮ জুন) ইপিজেড মোড়ে হোটেল মুনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার অফিসার এসআই (নি.) আব্দুল্লাহ আল নোমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৫ নারী ও ৫ জন পুরুষকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।
সিএসপি/বিআরসি