লামা প্রতিনিধি:
বান্দরবানের আলীকদমে পাচারের সময় বস্তাবন্দি অবস্থায় দুটি বিরল প্রজাতির ভাল্লুকের শাবক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আলাউদ্দিনকে (২৪) আটক করা হয়।
আটক আলাউদ্দীন আলীকদমের তিননম্বর ওয়ার্ডের উত্তর পালংপাড়া গ্রামের শামসুল আলমের ছেলে।
মঙ্গলবার (২ মার্চ) সকারে পুলিশ সুপার কার্যালয়ে কনফারেন্স কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন।
তিনি জানান, ভাল্লুকের বাচ্চা পাচারের সংবাদ পেয়ে আলীকদম চৈক্ষ্যং ইউনিয়নে শিবাতলী এলাকায় অভিযান শুরু করে পুলিশ। এসময় বণ্যপ্রাণী পাচার করার সময় আলাউদ্দিনকে আটক করা হয়। উদ্ধার করা হয় বস্তাবন্দি বিরল প্রজাতির ভাল্লুকের দুটি বাচ্চা। এছাড়াও পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও আটক করা হয়। আটক আলাউদ্দিন দীর্ঘদিন ধরে বন্যপ্রাণীদের শিকার করে বিভিন্ন স্থানে পাচার করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।
সিএসপি/বিআরসি