রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজে নতুন মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে কলেজের হল রুমে অনুষ্ঠিত সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ওসমান গণি।
আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবছার।
অনুষ্ঠানে লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি,নকশা ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউছুফ, লোহাগাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রফিক দিদার,বিশিষ্ঠ ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার,নুরুল আলম কোম্পানী, বিশিষ্ট সমাজসেবক পারভেজ কোম্পানি,আবদুল মাবুদ মেম্বার সহ অনেকেই বক্তব্য রাখেন।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষক সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।