Logo
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাটিতে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের আনোয়ারায় পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ১ পটিয়ায় ৫শ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শণ করলেন স্বাস্থ্য উপদেষ্টা চন্দনাইশে নোংরা পরিবেশে খাবার তৈরি: বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা মিরসরাইয়ের ওয়াহেদপুরে প্রবাসীর ঘরে মিললো ৬৯ গোখরার বাচ্চা হাটহাজারীতে ভোররাতে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, গুলিবিদ্ধ সৈনিক ফটিকছড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীতাকুণ্ডে বাসে ধাক্কা দিয়ে পিকআপ উল্টে শিশুর মৃত্যু, আহত ৭ ফটিকছড়িতে হত্যা মামলার ৩৪ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার মিসাইল ধ্বংসের পরীক্ষা চালালো ভারত

আর্থিক সচেতনতা বৃদ্ধিতে পদুয়ায় আইএফআইসি ব্যাংকের গ্রাহক সম্মেলন

রায়হান সিকদার,লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

৪৮বছর পুর্তি, নিশ্চিত আগামীর নির্ভরতায়। চট্টগ্রামের লোহাগাড়ায় গ্রাহকদের মাঝে আর্থিক সচেতনতা বৃদ্ধিতে আইএফআইসি ব্যাংকের গ্রাহক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৭ ডিসেম্বর(শনিবার) দুপুর ১টার দিকে আইএফআইসি ব্যাংক পিএলসি পদুয়া উপ-শাখার উদ্যোগে বাঙ্গালিয়ানা রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত এ গ্রাহক সম্মেলনে সভাপতির বক্তব্যে রাখেন আইএফআইসি ব্যাংক পদুয়া উপ-শাখার ইনচার্জ মোঃ মহসিন ।

সভায় বক্তব্য দেন আইএফআইসি ব্যাংক কেরানীহাট শাখার লোন অফিসার মোঃ ফরহান শাহ্ ,সাজ্জাদ হোসাইন এবং ব্যাংকের গ্রাহক পদুয়া নাওঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোরশেদুল আলম।

সভায় ব্যবসায়ী মোঃ নাজিম উদ্দিন, পদুয়া নাওঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ বেলাল, হারাধন পালসহ পদুয়া বাজারের ব্যবসায়ীরা, আইএফআইসি ব্যাংকের পদুয়া উপ-শাখার কর্মকর্তারা ও আইএফআইসি ব্যাংকের গ্রাহকেরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জানান,আইএফআইসি ব্যাংকিং ব্যবস্থা একটি নির্ভরশীল ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে আপনারা সুনিশ্চিত ভাবে আমানত জমা,ঋণ গ্রহণ ও সকল ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। এ ব্যাংকে বিনামূল্যে অনলাইন সুবিধাসহ সব ধরণের আধুনিক সুযোগ সুবিধা রয়েছে।

জানা গেছে, ৪৮ বছর পূর্বে প্রতিষ্ঠিত গণ মানুষের ব্যাংক নামে খ্যাত আইএফআইসি ব্যাংকে বর্তমানে গ্রাহক সংখ্যা প্রায় ২০ লক্ষ। ৫৫ হাজার কোটি টাকা আমানত রয়েছে এ ব্যাংকে। এ ব্যাংকের সরকারের মালিকানা ৩২.৭৫% এবং দেশব্যাপী ১৪০০টিরও বেশি শাখা ও উপ-শাখা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ