Logo
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:৫২ অপরাহ্ন

আরাফাত রহমান কোকো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আয়াজকদের সংবাদ সম্মেলন

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকো  ফুটবল টুর্নামেন্টে-২০২৪  উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে আয়োজক কমিটি।

৬ নভেম্বর (বুধবার) সকালে উপজেলার পদুয়াস্থ চৌধুরী গেস্ট হাউজে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্যে রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি,  লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সহ-সভাপতি ও লোহাগাড়া ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক নেতা সুনীল কুমার চৌধুরী, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক,লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম জকরিয়া।

সংবাদ সম্মেলনে লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক এম সাইফুল্লাহ চৌধুরী,সাবেক ফুটবলার নাছির উদ্দিন, লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য,প্রবীণ সাংবাদিক এমএম আহমদ মনির,লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাহাদুর চৌধুরী,দক্ষিণ জেলা শ্রমিক দলের অর্থ সম্পাদক ফৌজুল কবির, পদুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম,যু্বদল নেতা মোঃ হেলাল উদ্দিন,সাবেক ছাত্রনেতা মোঃ কফিল উদ্দিন,পদুয়া ইউনিয়ন শ্রমিকদল নেতা মোঃ সোহেলসহ সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি,  লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী সংবাদ সম্মেলন বলেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতিতে ধরে রাখার জন্য এ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছি। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ে মাঠে উদ্বোধনী ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। সেখানে বিদেশি খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারবে। খেলার সুন্দর,সার্বিকভাবে পরিচালনা করার জন্য গণমাধ্যম কর্মীর সহযোগিতা প্রয়োজন। আপনাদের প্রচার-প্রসারে এ খেলায় প্রানবন্ত ফিরে পাবে। তিনি আরও বলেন, মাদক ছেড়ে খেলাধুলায় অংশগ্রহন করি। যুব সমাজ মাদকের দিকে ঝাঁপিয়ে পড়ছে,মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ