রায়হান সিকদার,লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ বছরের প্রথম দিনে স্কুলের শিক্ষার্থীদের হাতে সরকার প্রদত্ত বিনামূল্যে বই বিতরণ উৎসব সারাদেশের ন্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারী সকালে উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বেলুন উড়িয়ে বই বিতরণ উৎসবের শুভ সূচনা হয়। পরে বিদ্যালয়ের হল রুমে সংক্ষিপ্ত আলোচনা ও শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর ও আনদঘন পরিবেশে দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ বলেছেন, সরকার প্রতিবছরের ন্যায় এবারও বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। একইসাথে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বছরের একদম প্রথম থেকেই নিয়ম করা পড়াশুনা শুরু করতে হবে। তাহলে পড়াশনাকে কখনো কঠিন মনে হবে না। আর সিলেবাস অসম্পূর্ণ থাকবে না। তিনি শিক্ষার্থীদেরকে পরামর্শ দেন, প্রত্যেকে যাতে নিজের পড়ার টেবিলের উপর দৃশ্যমান জায়গায় একটি কাগজে লিখে রাখে— “আমি পড়বো, আমি জিতবো”। তাহলে এটি তোমাকে অনুপ্রাণিত করবে। তিনি আরও বলেন, তোমার সহপাঠীরা একই বই পড়ে ক্লাসে ফার্স্ট বা সেকেন্ড হতে পারলে তুমি কেন পারবে না? পড়াশুনার ক্ষেত্রে এবং ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে প্রত্যেককে নিজের জন্য প্রযোজ্য উত্তম কৌশল প্রয়োগ করার পরামর্শ দেন। তাছাড়া তিনি বলেন, সকলকে চেষ্টা করতে হবে, প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠার। প্রত্যেক শিক্ষার্থীর আচার-আচরণ, চাল-চলন, স্বভাব-চরিত্র, বেশ-ভূষা ইত্যাদি বিষয়েও বিশেষ নজরদারি করার জন্য তিনি সকল শিক্ষককে অনুরোধ করেন। শিক্ষার্থীদেরকেও এবিষয়ে সচেতন থাকতে বলেন। আগামীতে তার উদ্যোগে গৃহীত শিক্ষামূলক সকল কার্যক্রমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সকলকে আন্তরিকভাবে সম্পৃক্ত থাকার জন্যও তিনি অনুরোধ জানান।
বই উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব অলি উল্যাহ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি, আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রিদুওয়ানুল হক সুজন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ হারুনুর রশিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্যে রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আখতার কামাল চৌধুরী।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
একইদিন দুপুর ২টার দিকে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।