নিজস্ব প্রতিবেদক: আন্দরকিল্লায় দোকান ভাঙচুর ও লুটপাটের মামলায় ৩ জুন সোমবার রাতে ওয়ারেন্ট ভূক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করছেন কোতোয়ালী থানার পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন হাজারী গলির এলাকার বাসিন্দা মিন্টু চৌধুরী (পুতুল) (৪৬), পিতা: মৃত বিমল চৌধুরী। নন্দনকানন এলাকার বাসিন্দা দিলীপ চৌধুরী পল্টু (৪৮) ও ইমন চৌধুরী চাংকু (২৫) পিতা: দিলীপ চৌধুরী পল্টু।
থানা সূত্রে জানা যায় ২০১৬ সালের ৩ আগস্ট রাত ১০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা এলাকায় মেসার্স চৌধুরী ফুড কর্নার এ ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সি আর মামলা নং ১৬৪৩/২০১৬ দায়ের করেন ভুক্তভোগী লিটন কুমার চৌধুরী।
উক্ত মামলায় অনুপস্থিতির কারণে আসামি মিন্টু চৌধুরী পুতুল, দিলীপ চৌধুরী পল্টু ও ইমন চৌধুরী চাংকুর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন আদালত।
কোতোয়ালী থানার ডিউটি অফিসার তিনজনকে গ্রেফতারের বিষয়টির নিশ্চিত করে প্রতিবেদককে জানান আদালতের সি আর মামলার গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।