আনোয়ারা প্রতিনিধি:
আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নে আবছার উদ্দিন (৪৫) নামের এক মৃগী রোগীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০৩ এপ্রিল) সকাল ৮টায় ইউনিয়নের পূর্ব কন্যারা দিঘির পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
মৃত আবছার উদ্দিন উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের মাহাতা গ্রামের মৃত মনির আহমদের ছেলে।
আবছারের স্ত্রী মনোয়ারা বেগম (৩০) জানান, আমার স্বামী মৃগী রোগী হওয়ার কারণে মানসিক ভারসাম্যহীন ছিল যার কারণে আমি আমার বাবার বাড়ি থাকতাম।
বুধবার (৩ এপ্রিল) সকালে আমার দেবর জসিম উদ্দিন ফোনের মাধ্যমে জানতে পারি আমার স্বামীর মৃত্যুর বিষয়টি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে পুকুরপাড় থেকে পুলিশ আবছার উদ্দিন নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। স্থানীয়ভাবে জানতে পারি সে মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগী ছিল। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সিএসপি/বিআরসি