আনোয়ারা প্রতিনিধি:
আনোয়ারার বারখাইন ইউনিয়নে অস্ত্রের মুখে এক খামারির নয়টি গরু লুট করে নিয়ে গেছে। এসময় মারধরে মো. রায়হান (৫২) নামের এক কর্মচারীও আহত হয়।
মঙ্গলবার (২৬ মার্চ) রাত ৩ টায় ইউনিয়নের পিএবি সড়কের ধানপুরা রাস্তার মাথা এলাকার পশ্চিমে নুরুল হুদা মনছুরী মালিকানাধীন খামারে এ ঘটনা ঘটে। গরু গুলোর মূল্য ১৮ লক্ষাধিক টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
আহত কর্মচারী রায়হানকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
খামারের পরিচালক সাদ্দাম হোসেন জানান, ২৬ মার্চ দিবাগত রাত ৩টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত আমাদের খামারে হানা দিয়ে খামারের কর্মচারী আবদু শুক্কুরকে (৫০)অস্ত্রের মুখে জিম্মি করে। আর অপর কর্মচারী মো. রায়হানকে (৫২) বেঁধে রেখে খামারের নয়টি গরু গাড়িতে করে উঠিয়ে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তদের মারধরে মো. রায়হান আহত হয়। লুট করে নিয়ে যাওয়া গরুগুলোর মূল্য ১৮ লক্ষাধিক টাকা হবে।
এ ব্যাপারে ঘটনার পর টেলিফোনে থানা পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগও করা হবে।
খামারের কর্মচারী আবদু শুক্কুর বলেন, রাত আনুমানিক ৩ টার দিকে কোন কিছু বুঝে উঠার আগে ১২/১৩ জন অপরিচিত লোক খামারের গেটের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে আটকে রাখে। এ সময় রায়হান বাধা দিলে তাকে মারধর করে আহত করে বেধে রেখে খামারের ১৩টি গরু লুট করে নিয়ে যাওয়ার সময় ৪টি গরু পার্শ্ববর্তী বিলে পালিয়ে যায়। পরে চারটি গরু খুঁজে পায় আর নয়টি গরু গাড়িতে উঠিয়ে নিয়ে যায়।
আনোয়ারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মুঠোফোনে একটি খামার থেকে গরু চুরি হয়েছে বলে জানানো হয়। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানিনা। লিখিত অভিযোগ পেলে বলতে পারবো।
সিএসপি/বিআরসি