চট্টগ্রামের আনোয়ারায় শাশুড়ি রশিদা খাতুনকে হত্যার অভিযোগে থানায় দায়েরকৃত মামলার প্রধান আসামি জামাতা মো. হেলাল উদ্দিন মানিককে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার পর এক মাসেরও বেশি সময় পলাতক থেকে অবশেষে রবিবার (১৩ এপ্রিল) রাতে কক্সবাজারে ধরা পড়ে মানিক।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় কক্সবাজারে আসামির অবস্থান নিশ্চিত করা হয়।
পরে পুলিশ ও র্যাবের বিশেষ টিম সেখানে যৌথভাবে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার মানিককে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত ৯ই মার্চ (রবিবার) ভোরে ঋণের টাকা নিয়ে মানিকের সাথে স্ত্রী নারগিস আকতার ও শাশুড়ি রশিদা আকতারের বাকবিতন্ডা হয়।
একই দিন সকালে স্ত্রী চাকরিতে চলে গেলে শাশুড়িকে লোহার রড দিয়ে আঘাত করে পালিয়ে যায় মানিক। স্থানীয়রা রশিদার চিৎকার শুনে ঘঘটনাস্থলে এসে দেখেন তিনি লাশ হয়ে জমিতে পড়ে আছে।
এঘটনায় হেলাল উদ্দিন মানিককে অভিযুক্ত করে থানায় মামলা করা হলে পুলিশ তদন্ত শুরু করে। অবশেষে অভিযুক্ত মানিককে রবিবার রাতে কক্সবাজার থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব-পুলিশের যৌথ টিম।