বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
৩১দফা বাস্তবায়নে রাষ্ট্র কাটামো মেরামতের জন্য তারেক রহমানের ম্যাসেজ ইউনিয়নে,ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে দিতে হবে লোহাগাড়ায় রিকশা শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সভা চুনতিতে ট্রেনের ধাক্কায় আহত বন্যহাতি! বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে বড়হাতিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশ লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী লোহাগাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী লোহাগাড়ায় পূজা মন্ডপ পরিদর্শনে জামায়াত নেতারা লোহাগাড়ায় পূজা মণ্ডপ পরিদর্শন পরিদর্শনে বিএনপির নেতারা

আনোয়ারায় শর্টসার্কিটের আগুনে নিঃস্ব ১৮ পরিবার

আনোয়ারা প্রতিনিধি:

আনোয়ারার বটতলী ইউনিয়নে বৈদ্যুতিক শর্টসার্কিটের  আগুনে ১৮টি বসতঘর পুড়ে গেছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (২৩) জুন সকাল ১০টার দিকে  ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব বরৈয়া গ্রামের বদরুদ্দোজা মেম্বারের বাড়িতে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো-হুমায়ুন পারভেজ, মো. ইউনুচ মিস্ত্রী, মো. নুরুল আলম, মো. শাহ আলম, আবদুল মান্নান, আবদুস সবুর, আবদুর রহিম, আবদুল হাকিম, আবদুল গফুর, মো. মহিউদ্দীন মন্টু, আহমদ হাসান, মো. হোসেন, আলমাস খাতুন প্রকাশ লেদুনী, মো. আনোয়ার, আবদুল কাদের, মো. শফিউল আলম, মো. ইদ্রিস এবং জেসমিন আক্তার।

জানা যায়, স্থানীয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া ১৮টি বসতঘরের ক্ষয়ক্ষতি আনুমানিক ৭০ লাখ টাকা বলে জানান ক্ষতিগ্রস্তরা।

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত লিডার মো. মুজিবুর রহমান সিএসপি নিউজকে বলেন, আমরা ১০টার পরে খবর পেয়ে ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। সকাল ১১.৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। তদন্ত করে পরবর্তীতে জানানো হবে।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ