আনোয়ারা প্রতিনিধি:
আনোয়ারার বটতলী ইউনিয়নে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ১৮টি বসতঘর পুড়ে গেছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (২৩) জুন সকাল ১০টার দিকে ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব বরৈয়া গ্রামের বদরুদ্দোজা মেম্বারের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো-হুমায়ুন পারভেজ, মো. ইউনুচ মিস্ত্রী, মো. নুরুল আলম, মো. শাহ আলম, আবদুল মান্নান, আবদুস সবুর, আবদুর রহিম, আবদুল হাকিম, আবদুল গফুর, মো. মহিউদ্দীন মন্টু, আহমদ হাসান, মো. হোসেন, আলমাস খাতুন প্রকাশ লেদুনী, মো. আনোয়ার, আবদুল কাদের, মো. শফিউল আলম, মো. ইদ্রিস এবং জেসমিন আক্তার।
জানা যায়, স্থানীয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া ১৮টি বসতঘরের ক্ষয়ক্ষতি আনুমানিক ৭০ লাখ টাকা বলে জানান ক্ষতিগ্রস্তরা।
আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত লিডার মো. মুজিবুর রহমান সিএসপি নিউজকে বলেন, আমরা ১০টার পরে খবর পেয়ে ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। সকাল ১১.৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। তদন্ত করে পরবর্তীতে জানানো হবে।
সিএসপি/বিআরসি