আনোয়ারা প্রতিনিধি:
আনোয়ারার বারশত ইউনিয়নের পারকি গ্রামের পানি চলাচলের ড্রেন থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওই যুবকের পরিচয় জানা না গেলেও বয়স আনুমানিক ২৫ বছর হবে বলে ধারণা। তবে তার পরনে ছিল শার্ট ও জিন্স প্যান্ট।
বুধবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে দুধকুমড়া যাত্রী ছাউনির বিপরীতে ড্রেন থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সকালে কেইপিজেডের শ্রমিকরা কাজের যাওয়ার সময় লাশটি দেখতে পায়। ভয়ে কেউ লাশের পাশে যায়নি। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠায়। পুলিশ এর আগে তার সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ সিএসপি নিউজকে জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশের শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
সিএসপি/বিআরসি