রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
নোমান গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম কর্তৃক প্রতিষ্ঠিত লোহাগাড়ায় আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে লোহাগাড়ার সকল প্রধান শিক্ষক ফোরাম ও মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউট মিলনাতায়নে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,আধুনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি,আধুনগর ইসলামীয়া ফাজিল মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন।
সভায় মোবাইলের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
স্বাগত বক্তব্যে রাখেন আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যাপক মোঃ ইউনুচ।
উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কলামিস্ট মোঃ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যে রা্খেন আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ আবদুল খালেক, পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন,আধুনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী জিন্নাহ, আধুনগর গুল-এ-জার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামশুদ্দিন,মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হক, উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি আবদুল শুক্কুর, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা স্বপ্না দেবী,উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রিটন বিশ্বাস,পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নাছির উদ্দিন,শিক্ষক গোপাল কান্তি বড়ুয়া,মোবারক আলী।
স্মার্ট বাংলাদেশে টেকনিক্যাল শিক্ষার গুরুত্ব রয়েছে। নুরুল ইসলাম সাহেব লোহাগাড়ায় টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে আলোকিত করেছেন। সবার সবার জায়গা থেকে টেকনিক্যাল এ শিক্ষার খাতকে এগিয়ে নিয়ে যাবো।লোহাগাড়া তরুণরা এ শিক্ষায় শিক্ষিত হবে।
এছাড়াও মতবিনিময় সভায় লোহাগাড়ার সকল প্রধান শিক্ষক ফোরাম ও মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।